দক্ষিণ রাকুদিয়া বাবুগঞ্জে শাজাহান ফকিড়ের দোকানের দরজার দুইটা তালা ভেঙ্গে মালামাল চুরি করেন চোর চক্র
মোঃ খালিদ , বাবুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিতঃ
শুক্রবার, ১৬ মে, ২০২৫
৪৩
জন নিউজটি পড়েছেন
দক্ষিণ রাকুদিয়া বাবুগঞ্জ বরিশাল ফকির বাড়ির সামনে শাজাহান ফকিড়ের দোকান আজ রাতে দোকানের ছোট পকেট দরজার দুইটা তালা কয়রা ভেঙ্গে চুরি হয় দোকানে ১৬/৫/২০২৫ ঘটনাস্থলে পরিদর্শন করে জানা গেলো বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছু নগর টাকা ছিল মুদির দোকানের দামি দামি মালামাল সিগারেট নগদ টাকা দামি দামি শাবান দামি দামি কসমেটিকের মালামাল এই অসহায় লোকটার একেবারে নিঃস্ব হয়ে গেছে
কারণ এই লোকটার ব্যবসার উপর সংসার চলে ব্যবসার উপরে সংসার নির্ভর করে কারণ তার এক ছেলে আর চার মেয়ে অসহায় এই ছাড়া আর কোন উপায় নেই কারণ এক ছেলে চার মেয়ে সংসারটা অনেক টানাটানের উপরে চলে গ্রাম বাসিদের কাছে অনুরোধ আর জেনো অসহায় মানুষের খতি না হয় একটু খেল রাখুন ।