আজ বিকাল ৪ টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুনহাট নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।বরিশাল থেকে ছেড়ে আসা যশোর বেনাপোলগামী সেভেনডিলাক্স পরিবহনের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী এম্বুলেন্স এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ও পরিবহনের সামনের ডানপাশ ধুমরেমুচরে যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়েছে স্থানীয় লোকজনের মাধ্যমে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা বরিশাল মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটারেরও বেশি যানজোটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরমদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
পরবর্তীতে ফায়ার সার্ভিস এ খবর দিলে, ফায়ার সার্ভিস এসে গাড়ি দুটি উদ্ধার করে ও যানজট নিরসন করে। বরিশাল ঢাকা মহাসড়কে এখন এক্সিডেন্ট প্রতিদিনের নিত্য সঙ্গী। এলাকার স্থানীয় লোকজন ও রাজনৈতিকব্যক্তির বর্গ বিগত দিনগুলোতে ছয়লেন রাস্তা করার জন্য আন্দোলন করে আসছে। কিন্তু বিগত সরকার ছয় লেন প্রকল্প পাশ করলেও অন্তর্বর্তী সরকার তা বাতিল করে। স্থানীয়দের সরকারের প্রতি জোড়ালো দাবি যে অতি তাড়াতাড়ি ভাঙ্গা টু কুয়াকাটা ছয় লেন রাস্তা পাশ করে তা বাস্তবায়ন করা।