বাবুগঞ্জ প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে সারাদেশের ন্যায়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই সোমবার বিকাল ৫ টায় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে গেল বছরের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দেহেরগতি ইউনিয়ন জমায়াতের আমীর মাওলানা মোঃ এরশাদ হোসাইন এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হাসান এর সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম মাঝি।
এছাড়াও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ ইমাম উদ্দিন তোহা কাজী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ইদ্রিস হাসান, আলমগীর হোসেন, মোহাম্মদ ইয়াসিন মুন্সী প্রমূখ।
অপরদিকে, জুলাই যোদ্ধা শহীদদের স্মরণে বাবুগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ সহ,উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।