আজ সকাল ১১টায় ঢাকা বরিশাল মহাসড়কে রহমাতপুর এয়ারপোর্ট মোড়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ৪-৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে।
ঢাকা বরিশাল মহাসড়ক, মানুষের নিত্যসঙ্গি হয়ে উঠছে সড়কদুর্ঘটনা।প্রতিদিন গাড়ি এক্সিডেন্ট করে মানুষ মরছে আর হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করছে। ৬ লেন সড়কের দাবিতে স্থানীয় লোকজন, রাজনৈতিক নেতা কর্মীরা বিভিন্ন সময়ে আন্দোলন ও মানববন্ধন করে আসছে তবুও ৬লেন রাস্তা করার, সরকারের কোন রকম আগ্রহ নেই। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ৬লেন প্রকল্পের পাশ হলেও বর্তমান অন্তরবর্তী সরকার তা বাদ করে দেয়, এতে স্থানীয় জনগনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। তবুও স্থানীয়দের, সরকারের প্রতি জোড়ালো দাবি যে অতি তাড়াতাড়ি ভাঙ্গা টু কুয়াকাটা ছয় লেন রাস্তা পাশ করে তা বাস্তবায়ন করা হোক।