আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগান কে ধারণ করে গত ০৪/০৮/২০২৫ ইং রোজ: সোমবার , একটি স্বেচ্ছাসেবী সংগঠন , অভিযাত্রা যুব কল্যান সংস্থা, বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ড উত্তর আমানতগঞ্জ, মোফাজ্জেল হোসেন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র /ছাত্রী ও শিক্ষক/ শিক্ষিকাদের মাঝে বিনামূল্যে দেশি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও পরে স্কুল মাঠ প্রাঙ্গনে রোপণ করেন।
যা পরিবেশ সুরক্ষার পাশাপাশি পুষ্টি ও আয় এর ক্ষেত্রেও সহায়ক হবে বলে মনে করেন । এছাড়াও অভিযাত্রা যুব কল্যান সংস্থাটি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বদাই নিয়োজিত থাকেন।