বরিশালের বাবুগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান ।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে শহীদ আব্দুল্লাহ আল আবির এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও স্মরণ করা হয় বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহাম্মেদ শান্ত ও রাকিব হোসাইন রাজিব সহ দেশের অন্যান্য শহীদদের।
বেগম সেলিমা রহমান এ সময় বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।”