বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমুহ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। প্রতিবছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে, তার বেশিরভাগ আসে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। কিন্তু যারা দেশ গড়ার কারিগর, যারা হাজার হাজার নেতা তৈরি করে, তারা আজ সমাজে সবচেয়ে অবহেলিত, তারা আজ অসহায়। তাদের মাসিক বেতন মাত্র ১২৫০০ টাকা যা একজন গার্মেন্ট সকর্মীদের থেকে অনেক কমে। ২০২৪ সালে আন্দোলন ছিলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। কিন্তু বেসরকারি শিক্ষকগণ এখনও সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা বাড়ি ভাড়া পান মাত্র ১০০০ টাকা, চিকিৎসা ভাতা পান মাত্র ৫০০ টাকা। তাই আজ ১২ ই আগস্ট ২০২৫ রোজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সামনে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক সমাবেশে অংশগ্রহণ করেছেন, তাদের অধিকার আদায়ের জন্য। সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ বাজেটে শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া বাড়ানো, চিকিৎসা ভাতা বাড়ানো ও অন্যান্য ভাড়া বাড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারও শিক্ষকদের সাথে প্রতারণা করছেন।
আজকের সমাবেশে সকল শিক্ষকদের একটাই দাবি জাতীয়করণ করা। প্রধান উপদেষ্টা প্রতি জোড়ালো দাবি শিক্ষা কমিশন গঠন করে শিক্ষক দের বেতন, ভাতা বৃদ্ধি করে যুগ উপোযোগি মানসম্পন্ন জীবনযাপন করার সুযোগ করে দেওয়া।