দোয়ারিকা সেতুর নিচে গ্রামে সম্প্রতি গড়ে তোলা বিটুমিন মিক্সচার প্লানে আজ ভোর ৫.৩০ মিনিটের দিকে চুরির ঘটনা ঘটেছে। নৈশ্যপ্রহী মো শাহআলম হাং টের পেয়ে চোর চোর বলে ডাকাডাকি করলে এলাকার লোকজন সেখানে ঝড়ো হয়ে ২ চোর সন্দেহে ধরতে সক্ষম হন। তার মধ্যে ১ জন আলফা ড্রাইভার। আর ১ জন পেশাদার চোর বলে স্থানীয় লোকজনের কাছে স্বীকার করে।যিনি স্বীকার করেন তার নাম আল আমিন খলিফা বয়স আনুমানিক ৪২ বছর। পরবর্তিতে স্থানীয় গন্যমান্য লোকজন মো কবির আইকন, মোঃ আনিচ আকন, মোঃ মানিক আইকন, সুমন তামিদার ঘটনা স্থানে এসে প্লানের মালিক ও কর্মকর্তাদের মোবাইলে বিষয়টি জানানো হয়। চোরকে উত্তম মাধ্যম দিয়ে রুমে আটক করে রাখা হয়।
পরবর্তিতে সকাল ১১টার দিকে মালিক পক্ষ থেকে লোক আসলে বাবুগঞ্জ থানার ওসি স্যারকে বিষয়টি জানানো হলে তিনি, এস আই মান্নান স্যার ও দুজন ফোর্স ঘটনাস্থলে পাঠান। পরে চোর আল আমিন খলিফা তার সাথে আরও যে দুজন সঙ্গী ছিলো তাদের নাম প্রকাশ করেন।তারা হলেন, মোঃ রাব্বি তালুকদার পিতা ভুট্টো তালুকদার, গ্রাম: লাফাদি, পোস্ট : মাধমপাশা, এয়ারপোর্ট থানা। মো: খায়রুল তালুকদার বয়স :৩৫ বছর।, গ্রাম : লাফাদি,পোস্ট :মাধব পাশা। থানা: এয়ারপোর্ট। চোরেরা প্লানের জেনারেটর এর ব্যাটারি ও মোটা মোটা তার কেটে নিয়ে যাচ্ছিলো। তার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরর্তিতে এসে আইন মান্নান স্যার তাকে নিয়ে থানায় যান। এ রিপোর্ট লেখাপর্যন্ত কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।