এয়ারপোর্ট থানা পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ১৯/০৮/২০২৫ ইং তারিখ ১৯:১৫ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদার সাজু(৩০), পিতা- মৃত জব্বার হাওলাদার, মাতা- মাছুমা বেগম, সাং- কুদঘাটা, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশালকে গ্রেফতার করে তার হেফাজত হতে পলিথিনে মোড়ানো মোট ৩৭ (সাতত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি মাদক মামলা, ০১ টি চুরি মামলা এবং ০১ টি ধর্ষন মামলাসহ মোট ০৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।