লিটু সিকদার হত্যা মামলার ২ নং আসামী মিলন গাজী, ঢাকা থেকে গ্রেফতার ।
মোঃ হেমায়েত হোসেন, বিশেষ প্রতিনিধি
প্রকাশিতঃ
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
৮১
জন নিউজটি পড়েছেন
লিটু সিকদার হত্যা মামলার এজাহার নামীয় ২ নং আসামী *মিলন গাজী (৩২)* পিতা- মৃত আয়নাল গাজী, সাং- পূর্ব বিল্ববাড়ী, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশালকে ডিএমপি, ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে অদ্য ২৩/০৮/২৫ তারিখ গ্রেফতার করা হয়েছে।
আসামী মিলন গাজী ইং ৩১/০৭/২৫ তারিখ মোঃ লিটন সিকদার লিটু কে প্রাকাশ্য দিবালোকে অসংখ্য সাক্ষীর উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ।