বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন
জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত (বাবুগঞ্জ – মুলাদি) বরিশাল – ৩ সংসদ-সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝি।
দেহেরগতি ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ মাওলানা মাওলানা এরশাদ হুসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস হাসানের সঞ্চালনা কর্মীসভায় দেহেরগতি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে জামায়াত ইসলামের নেতাকর্মীরা যোগদান।
কর্মী সভায় যোগ দেওয়ার পূর্বে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা ইউনিয়নের চরসাধুকাঠির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গন কবিলিত এলাকার লোকজনের সাথে কথা বলেন।
অপরদিকে সকালে, জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপাশা ইউনিয়নের কর্মী সম্মেলন।
এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সম্মানিত আমীর, বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলার সম্মানিত সেক্রেটারি, বাকেরগঞ্জ-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মাদ মাহমুদুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সম্মানিত এসিস্ট্যান্ট সেক্রেটারি বাবুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান রহমান অলিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলার আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সহ উপজেলার অনান্য নেতৃবৃন্দ।
চাঁদপাশা ইউনিয়নের আমীর মাস্টার জাকির হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি জনাব মোঃ জামাল হাওলাদার এর সঞ্চালনায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।