ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩শে আগস্ট রোজ:শনিবার বাদ মাগরিব দেহেরগতি ২ নং ওয়ার্ডের খলিফা বাড়ি জামে মসজিদে এ সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেহেরগতি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ- বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল_৩ আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ মাতুব্বর ,সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হক, অন্যতম সদস্য মাওলানা মুহাম্মাদ নুরুদ্দিন,এ্যসিস্ট্যান্ড সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ মনিরুজ্জামানসহ দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল এবং ১ ও ২ নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।