বরিশাল:-বরিশালে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা পেলেন তিন শতাধিক অসহায় নারী-পুরুষ। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হসপিটালের সহযোগীতায় আল-খিদমাহ সমাজকল্যাণ সংস্থা’র বাস্তবায়নে অসহায় প্রায় তিন শতাধিক নারী-পুরুষকে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর হযরত কালুশাহ সড়কের শহিদ রহিম সেবা সংঘে এই ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়। এতে নারী-পুরুষ ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ, চশমা ও ৫০ জন ছানি রোগী বাছাই করা হয়। পর্যায়ক্রমে এসব ছানিরোগীদের বিনামূল্যে অপারেশনসহ সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান,কয়েক বছর ধরে চোখে কম দেখি। এ ক্যাম্পে আসার পর এখানকার আয়োজকরা আমাদের বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছেন। এতে অনেক খুঁশি ও আনন্দ প্রকাশ করেন তারা। ছানি রোগে দীর্ঘদিন ভুগছেন অসহায় বৃদ্ধ বলেন এ ক্যাম্পে আসার পর তার চোখের ছানি অপারেশন বিনামূল্যে করা হবে বলে জানানো হয় তাকে। এতে তিনি বেশ আবেগ আপ্লূত হয়ে পড়েন। এমন সেবা পেয়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. সিহাব উদ্দিন, সংগঠনের সভাপতি ইকবাল হোসেন সোহাগ, আল-খিদমাহ সমাজকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক দৈনিক কলমের কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ.এস.এম একরামুল হুদা বাপ্পি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. খালেদুল ইসলাম ইমন, সদস্য হাসান আশরাফী রিশাদ, রফিকুল শাহিন ও মো. জসীমউদ্দীন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে এবং আল খিদমা সমাজকল্যাণ সংস্থা অসহায় মানুষের পাশে থেকে সামাজিক সেবা প্রদান অব্যাহত রাখবে।