বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল -ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক কবির হোসেন (৪৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে তিনটা দিকে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পার সংলগ্ন সিএনজি পাম্পের সামনে।
জানা যায়, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সহ তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে মোটরসাইকেল চালক মোঃ কবির হাওলাদার মারা যান। নিহত কবির হোসেন হাওলাদার বরিশাল কাউনিয়া পুরানপাড়া এলাকার শুকুর হাওলাদারের ছেলে।