বাবুগঞ্জে সাংবাদিকদের সাথে হাতপাখার প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের মতবিনিময়
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
-
প্রকাশিতঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
-
১৩৪
জন নিউজটি পড়েছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে #বরিশাল_৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সদস্য মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হোসাইন মৃধা, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুফতী রফিকুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, অন্যতম সদস্য মাওলানা নুরুদ্দীন খান, জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার আবদুস সালাম, সেক্রেটারী ইকবাল হোসেন স্বপন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন সিয়াম, সাধারণ সম্পাদক মোঃ মহিবুল ইসলাম সহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে ওঠা গণমানুষের সংগঠন। জনগণের আশা-আকাংখার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানেও ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে। কিন্তু গণহত্যাকারী ফ্যাসিষ্টের বিচার, প্রয়োজনীয় সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার পালাবদলের নির্বাচনে অংশ নিবেনা। এদেশের শতভাগ মানুষের ভোটের প্রতিফলন ঘটাতে অবশ্যই সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা আমাদের অন্যতম দাবী। এ দাবী আদায়ের লক্ষ্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি আমাদের নির্বাচনী প্রস্তুতিও চলছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পরে অনেক দল যখন লুটপাটে ব্যস্ত হয়ে পরে, ঠিক তখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। আগামী নির্বাচনে ক্ষুধা, দারিদ্র্য ও পার্সেন্টিসমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বরিশাল-৩ আসনের একজন প্রার্থী হিসেবে সাংবাদিকসহ সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা তিনি কামনা করেন।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন