পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বাবুগঞ্জে বিক্ষোভ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিতঃ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
৭০
জন নিউজটি পড়েছেন
শুক্রবার বিকালে বাবুগঞ্জ স্টীল ব্রীজ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি গনমিছিল বাবুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্টীল ব্রীজ এলাকায় সমাবেশস্থলে শেষ হয়।
গনমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হক, এ্যাসিন্ট্যান্ড সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার আবদুস সালাম সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।।