বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিষ্কার করলেন রাকুদিয়া গ্রামের তরুণরা ।
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
-
প্রকাশিতঃ
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
-
১৩০
জন নিউজটি পড়েছেন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
কেউ পরিষ্কার করছেন, কেউ ময়লা-আবর্জনা টুকরিতে ভরছেন, কেউ আবার সড়কের পাশে গজিয়ে ওঠা ছোটখাটো ঝোপঝাড় পরিষ্কার করছেন।
বুধবার (১ অক্টোবর ) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া ৪নং ওয়ার্ড এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমে বরিশাল ঢাকা মহাসড়ক থেকে দক্ষিন দিকে (বোর্ড স্কুল) প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুইপাশের প্রায় ৩ কিলোমিটার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।
এসব তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মহাসড়কের রাকুদিয়া আঞ্চলিক মহাসড়ক থেকে দক্ষিণ রাকুদিয়ার দিকে গেছে ৩ কিলোমিটার রাস্তা। রাস্তাটি ঢাকা বরিশাল মহাসড়কের রাস্তার সঙ্গে মিশেছে। দক্ষিণ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় , একটি মসজিদ ও একটি মাদরাসা রয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে অন্তত ৩টি গ্রামের মানুষ আসা-যাওয়া করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটখাটো যানবাহনও চলাচল করে। সড়কে দুইপাশে ছোট-বড় বেশ কয়েকটি মুদি দোকান রয়েছে। এছাড়া সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের কারণে সড়কও কিছুটা সংকুচিত হয়ে পড়েছে।
সম্প্রতি স্থানীয় তরুণ এইচ এম রিয়াজ মাহমুদ এসব কথা চিন্তা করে রাস্তার দুইপাশ পরিষ্কার করার উদ্যোগ নেন। বিষয়টি তিনি এলাকার কয়েকজন তরুণকে জানান। পরিকল্পনা অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে এলাকার ২০ জন তরুণ রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এই কার্যক্রমের উদ্যোক্তা রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন বলেন, রাকুদিয়া এলাকায় একটি বাজার রয়েছে । এই এলাকার অনেক ঐতিহ্য আছে। এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিই। পরে এলাকার ছোট-বড় কয়েকজনের সঙ্গে বিষয়টি শেয়ার করি। তারা তাতে সাড়া দেন।’ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান শিকদার বলেন, আজ এলাকার কয়েকজন তরুণ মিলে রাস্তার দুইপাশ পরিষ্কার করেছেন। ‘রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন দেখে অনেক সুন্দর লাগছে। অতীতে কেউ এভাবে পরিষ্কার-পরিছন্ন করেনি। এলাকার পরিবেশ রক্ষায় তাদের মতো সবাইকে এগিয়ে আসা উচিত।
দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘যেকোনো কাজ সবাই মিলে এক সঙ্গে করলে তা সহজেই সম্পন্ন করা যায়, তা দক্ষিণ রাকুদিয়া গ্রামের তরুণরা প্রমাণ করলেন। তারা রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তাদের মতো সবার উচিত নিজ নিজ এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা। তাহলে দেশ বদলে যাবে, এগিয়ে যাবে।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন