বাবুগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড; ক্ষতিগ্রস্তদের ইউএনওর সহায়তা প্রদান।
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
-
প্রকাশিতঃ
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
-
৯৫
জন নিউজটি পড়েছেন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ অক্টোবর) রাত প্রায় ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার রাজগুরু নজরুল ও লাল খানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে অগ্নি নির্বাপনে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দা কাইয়ুম খান জানান , ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ভাঙা ও জরাজীর্ণ রাস্তার কারণে তারা প্রবেশে প্রতিবন্ধকতার মুখে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ায় পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন।।
স্থানীয়রা জানান, দ্রুত সড়ক সংস্কার না করলে ভবিষ্যতে এমন দুর্ঘটনায় আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাস্তার প্রতিবন্ধকতা না থাকলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ জানান অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা এবং এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার, ইউপি সদস্য মোহাম্মদ শাহিন হোসেন, মোঃ ওবায়দুল হক সুমন, প্রমূখ।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন