বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বৃষ্টি উপেক্ষা করে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাবুগঞ্জ-মুলাদী (বরিশাল-৩) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য গণমানুষের নেত্রী বেগম সেলিমা রহমানের পক্ষে এই প্রচারণায় অংশ নেন দেহেরগতি ইউনিয়নের অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।