বাবুগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল।
এরই অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট, উচাপোল, বটতলা, নমরহাট, রেইনট্রি তলা ও পোস্ট অফিস হাট এলাকায় দিনব্যাপী ব্যাপক জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
এ সময় নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন ফিরে আসবে।
কর্মসূচি শেষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন যুবদল নেতারা।