বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল। এরই অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) উপজেলার রহমতপুর ইউনিয়নে ব্যাপক জনসংযোগ ও ইউনিয়ন যুবদলের কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন।
পরে বিকেল ৩টায় উপজেলা হলরুমে রহমতপুর ইউনিয়ন যুবদলকে নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবুল, সহসভাপতি সালাউদ্দিন নাহিদ ও মো. জাকির হোসেন ফকির।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ জুয়েল (ভিপি জুয়েল), মাহমুদুল হাসান লিমন, মেহেদী আসলাম খোকন ও মো. সোহাগ হোসেন বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রুবেল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওবায়দুল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন মৃধা, সাদ্দাম হোসেন, মামুন হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বেপারীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দ।