বাবুগঞ্জে জামায়াতের আয়োজনে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিতঃ
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
৬২
জন নিউজটি পড়েছেন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ আসর উপজেলা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জাহির উদ্দিন মুহাম্মদ বাবর।
প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মো. ফয়জুল হক (সিলেট)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ, মাওলানা কাওসার হামিদী (খতিব, কলেজ রোড জামে মসজিদ, বরিশাল), মাওলানা জালাল উদ্দীন জাফরী (মুফাসসিরে কোরআন, ঢাকা) এবং বাবুগঞ্জ উপজেলা ফোরাম, ঢাকা’র সভাপতি ড. আবদুস সবুর মাতুব্বর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আ. সালাম মাঝি।