বাবুগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
-
প্রকাশিতঃ
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
-
৪৩
জন নিউজটি পড়েছেন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন শনিবার (১৮ অক্টোবর) নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচারের অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে নারী সংক্রান্ত অভিযোগসহ একটি ভুয়া ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ মনগড়া ও প্রযুক্তিগতভাবে তৈরি। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সততা ও নিষ্ঠার কারণে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
কাউসার হোসেন জানান, বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। যদি কাউসার হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনোটি সত্য প্রমাণিত হয়, তবে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে বলা হয়েছিল যে কাউসার হোসেন ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার নামে টাকা নিয়েছেন। এ বিষয়ে সুবিধাভোগী শাহিন হোসেন সাংবাদিকদের জানান, তিনি কাউসার হোসেনকে কোনো ধরনের টাকা দেননি, বরঞ্চ বিভিন্নভাবে তার সহযোগিতা পেয়েছেন।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন