বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে কচি তালুকদারের নেতৃত্বে সেলিমা রহমান-এর পক্ষে দিনভর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ।
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিতঃ
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
১৭৯
জন নিউজটি পড়েছেন
আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত সৈনিক, সময়ের সাহসী সন্তান, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে রবিবার (১৯ অক্টোবর) দিনভর কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট বাজার সহ বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এমদাদুল হক মিলন খান বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদি) সংসদীয় আসনে জাতীয়তাবাদ দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া পরিবারের আস্থাভাজন, সাবেক মন্ত্রী,জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য গণমানুষের নেত্রী বেগম সেলিমা রহমান-এর পক্ষে প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন।