রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান বেগম সেলিমা রহমান।
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
-
প্রকাশিতঃ
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
-
৪৫
জন নিউজটি পড়েছেন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নারী সমাবেশ ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকে নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এ সময় বেগম সেলিমা রহমান বলেন, “দেশকে আবারও গণতন্ত্রের পথে ফেরাতে ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নারীদের ভূমিকা অপরিহার্য। রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু পুরুষ নয়, নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের নির্বাচিত সাবেক ভিপি ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। মুলাদী উপজেলা আরো উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক কমিটির মনোনীত সদস্য এমদাদুল হক মিলন খান বিএনপির সাবেক সভাপতি আলজাজ্ব আব্দুস সাত্তার খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
আমিনুল ইসলাম ভিপি লিপন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাবেক সহ সভাপতি কুলসুম বেগম এবং সঞ্চালনা করেন মহিলা দলের নেত্রী কাকলি আক্তার।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি শফিউল আজম,বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ হাবিবুর রহমান রিপন মেম্বার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন খান,
মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুব তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদার, রহমতপুুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বিএনপি নেতা হারুন-অর-রশিদ, বাবুগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রব প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মোঃ রিয়াজ হোসেন, কোটন শরীফ, পারভেজ খান, মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান হাওলাদার, বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হাসান রেজা, সেচ্ছাসেবক দল নেতা মোঃ আলাউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আরিফুর রহমান রতন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ হানিফ হাওলাদার,সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সুমন জমাদ্দার, সহ-সভাপতি মোঃ মিরাজ সরদার, তাতী দলের সভাপতি মোঃ জামাল হোসেন, বরিশাল জেলা ছাত্র সহ-সভাপতি আরিফুর রহমান রবিন, মোঃ জহিরুল ইসলাম জহির, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন,
বক্তারা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নারীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অগ্রণী ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা আরও বলেন, “নারী সমাজ জাগলে দেশ জাগে — তাই রাষ্ট্র মেরামতের আন্দোলনে প্রতিটি নারীকে সচেতন ও সক্রিয় হতে হবে।”।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন