জনতার দুয়ারে বিএনপি — পরিবর্তনের জাগরণে উত্তাল তৃণমূল বাংলাদেশ
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিতঃ
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
১৩৪
জন নিউজটি পড়েছেন
দেশজুড়ে বইছে পরিবর্তনের হাওয়া,
মানুষ জেগে উঠছে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান–এর ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে
আজ মাঠ থেকে মফস্বল, শহর থেকে গ্রাম—
প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আশার আলো ও পরিবর্তনের বার্তা।
বরিশাল–০৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের মনোনয়ন প্রত্যাশী,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য,
জনতার শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক বেগম সেলিমা রহমান–এর পক্ষে
চলছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম।
জনতার ভালোবাসা আজ রূপ নিয়েছে অপরাজেয় জনজোয়ারে।
এরই ধারাবাহিকতায় দেহেরগতি ইউনিয়ন এর বাহেরচর বাজার এলাকায় তৃণমূল মানুষের দুয়ারে পৌঁছেছেন বিএনপি ও অঙ্গনের নেতৃবৃন্দ, জনগণের হৃদয়ে পৌঁছে দিয়েছেন গণতন্ত্র ও পরিবর্তনের অঙ্গীকার।
নেতৃত্বে ছিলেন:
জনাব মোঃ ইসরত হোসেন (ভিপি) কচি তালুকদার
সাবেক সভাপতি, বাবুগঞ্জ উপজেলা বিএনপি
আহ্বায়ক কমিটির মনোনীত সদস্য এমদাদুল হক মিলন খান ,
এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা মানুষের পাশে থেকে সংগ্রামের মশাল জ্বালিয়ে রেখেছেন গণমানুষের মুক্তির প্রত্যয়ে।
তৃণমূলের মানুষের ভালোবাসা, অংশগ্রহণ ও উদ্দীপনা আজ প্রমাণ করছে — দমন, নিপীড়ন বা ভয় দেখিয়ে জনতার জাগরণকে আর থামানো যাবে না।
আজ বাংলার আকাশে–বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে একটাই শপথ — গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি! আর সেই নেতৃত্বে আছেন —
তারেক রহমান ও বেগম সেলিমা রহমান।
ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ বাংলাদেশ পরিবর্তনের শপথে অঙ্গীকারবদ্ধ জনতা।