অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে দলটির জেলা ও মহানগর শাখা আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় মুফতি ফয়জুল করীম আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হলে জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারও যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে দেশের জনগণ এই সরকারকে ক্ষমা করবে না। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই নির্বাচন সম্পন্ন করা জরুরি।’
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন,‘দেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ভোট দিতে চায় না। জনগণ যাতে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সরকারকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’
নির্বাচনে কেউ পেশিশক্তি ব্যবহার,দখলবাজি ও মারামারির চেষ্টা করলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারিও দেন ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা।
জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ স্থানীয় নেতারা। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন দলটির নেতাকর্মীরা।