পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়ায় আক্রান্তের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭৭ জন। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। ডায়রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামের আ. খালেক ফরাজীর ছোট ছেলে মাসুম ফরাজী (৩৫)।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া রোগীতে ওয়ার্ড পরিপূর্ণ। কোনো বেড ফাঁকা নেই। পরবর্তীতে রোগী আসলে ওয়ার্ডে জায়গা না থাকায় তাদেরকে হাসপাতালের মেঝে, করিডর এমনকি বারান্দায় থাকতে হবে বলে ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা জানান। চিকিৎসকরা সেবা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে দিশেহারা হয়ে পড়েছেন রোগীর স্বজনরা।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন ক্লিনিকে দৈনিক চিকিৎসা নিয়েছেন প্রায় ৮০ থেকে ৮৫ জন রোগী। প্রতিদিন গড়ে ১৬/১৭ জন এ হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, সোমবার রাতে ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামের ডায়রিয়ায় আক্রান্ত রোগী মাসুম ফরাজীকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। বর্তমানে বিকেল ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিশুদ্ধ পানির অভাব রয়েছে। তাও দু-এক দিনের মধ্যে সমাধান হবে।
তিনি আরও বলেন, ওষুধপত্র এখন পর্যাপ্ত। আমরা সর্বাত্মক সেবা প্রদান করে যাচ্ছি। এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী কাউখালী, মঠবাড়িয়া ও কাঁঠালিয়া উপজেলার আশপাশের এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী এখানে ভর্তি হচ্ছেন।