রহস্য ভালোবাসেন যারা, তাদের কাছে ফেলুদা বা বোমকেশ চরিত্রগুলোর গুরুত্ব থাকে আলাদা উচ্চতায়। ফেলুদা হিসেবে সব্যসাচী চক্রবর্তী যেমন অনন্য, তেমনই বোমকেশ বলতে অনির্বাণ ভট্টাচার্যকেই কল্পনা করে অনেকে। নিজ নিজ ভঙ্গিতে রহস্যের সমাধান করার ওস্তাদ তারা। তবে এবারে একই ফ্রেমে একই রহস্যের জট খুলবে এই দুই ঐতিহাসিক চরিত্র। তবে এর বেশি এ নিয়ে আর বিস্তারিত কিছুই জানা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
বেশ কিছুদিন ধরে অনির্বাণ তার ফেসবুকে একের এক ছবি শেয়ার দিচ্ছেন। সেখানে তিনি ব্যোমকেশ বেশে কখনও স্থিরচিত্র, কখনও স্কেচে। ধুতি-পাঞ্জাবি, কাঁধে ঝোলা, চোখে চশমা। অন্যদিকে সব্যসাচীর পরণে পাঞ্জাবি, শাল। কখনও অনির্বাণের হাতে প্ল্যাকার্ড, ‘শীঘ্রই আসিতেছে।’ জানা গেছে, পর্দায় খুব শিগগিরিই দেখা দেবেন এই দুই তারকা। ছবি বা সিরিজে যে ভূমিকায় তারা জনপ্রিয়, সেই রূপেই। এ বার দুই গোয়েন্দা এক সঙ্গে রহস্যের সমাধান করবেন।