বরিশাল: বরিশালের বাবুগঞ্জে ভেকু দিয়ে নদের মাটি কেটে ইট ভাটায় নেয়ার অপরাধে ভেকু জব্দ এবং দুইজনকে অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার রাত ৯টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায় (বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ঢাল) চালিয়ে সুগন্ধা নদের তীরে মাটি কাটায় একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন ।
এসময় ভেকু চালকসহ ২জনকে আটক করা হয়েছে বলে জানাগেছে। জব্দকৃত ভেকুটি স্থানীয় ইউপি সদস্য ছাদেক হোসেন খানের জিম্মায় রাখা হয়েছে।
আটককৃত তাজ ব্রিকস এর মালিক সাগর হোসেন,ভেকু চালক মালেক কে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন -২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
অভিযান পরিচালনায় এয়ারপোর্ট থানা পুলিশ সহায়তা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, এবছর অবৈধভাবে মাটি কাটার অপরাধে বেশ কয়েকজনকে জেল ও অর্থদন্ড দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ ভাবে মাটি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।