বরিশাল:বরিশাল নগরীর মল্লিক রোডস্থ সিস্টার ডে প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক অসহায় দুস্থদের মাঝে ইচ্ছে পুরন ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতারণ করে। আজ শুক্রবার বেলা ৩ টার দিকে এ ইফতার সামগ্রী বিতারণ করা হয়।
ইফতার সামগ্রী বিতারনী অনুসঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। বিশেষ অতিথি ছিলেন হেমায়েত উদ্দীন ডায়বেটিস হসপিটালের পরিচালক মাহামুদ মোরশেদ শামিম, মোঃ ইউনুছ মিয়া।
উক্ত অনুসঠানে সভাপতিত্ব করেন ইচ্ছে পুরন ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বীর।সঞ্চালনা করেন ইচ্ছে পুরন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আল আমিন।
উল্লেক্ষ্য, ২০১৮ সাল থেকে ইচ্ছে পুরন ফাউন্ডেশন বাংলাদেশ ব্যাপি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারির ভিতরেও ইচ্ছে পুরন ফাউন্ডেশন শুধু বরিশালেই প্রায় ২ হাজার পরিবারকে সহয়াতা করে।