দেশে ফিরেই শুক্রবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেশসেরা এই অলরাউন্ডার। আসন্ন বিপিএলে বরিশালের হয়ে শিরোপা জয়ের জন্যই খেলবেন বলে জানিয়েছেন সাকিব।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। এদিকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে সাকিব খেলবেন বলে আগে থেকেই জানা গিয়েছিল। শেষমেশ জানা যায়, সেন্ট্রাল জোন তাকে দলে নিয়েছে। মূলত এই টুর্নামেন্টটিতে অংশ নিতেই দেশে এসেছেন তিনি। বিসিএলের পর বিপিএলেও বরিশালের হয়ে খেলবেন সাকিব।
এদিকে অপোর সেই সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে কথা বলেন সাকিব। এবারের বিপিএলের দলগুলো কেমন হল তা জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি আমাদের দল নিয়ে বলতে পারবো। আমার কাছে মনে হয় ব্যালেন্সড দল হয়েছে। সব দলই আমার কাছে মনে হয় সমান শক্তিশালী। আটজন করে দেশি খেলোয়াড় খেলবে। তাই বেশি একটা পার্থক্য নেই দলগুলোর ভেতরে।’
এদিকে বিপিএলে কোন লক্ষ্য নেই বলে জানিয়েছেন দেশ সেরা এই অল রাউন্ডার। সাকিব বলেন, ক্রিকেট একটি দলগত খেলা। এখন মাঠে যে ভালো পারফর্ম করে তারাই ভালো করবে। আর বিপিএলে আমার কোন ব্যক্তিগত লক্ষ্য নেই।’
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলদেশের ঐতিহাসিক জয়ে বেশ খুশি সাকিব। তরুণদের নিয়ে এমন পারফর্মেন্সে ভালো লেগেছে সাকিবের। সাকিব সেই সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার বিষয়। মিডিয়ায় সব সময় যেটা মনে করে, আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই। তো সেটা ভুল প্রমাণ হলো আমার ধারণা। তাদের যদি এভাবে দায়িত্ব দেওয়া হয়, তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি বিশ্বাস করি।’
এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। সেখানে পরিবারের সাথে সময় কাটিয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে দেশে ফেরেন তিনি।