পটুয়াখালী প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গ্লোবাল বাংলাদেশ এর সহযোগিতায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) এর আয়োজনে পটুয়াখালীতে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
২০ এপ্রিল বুধবার বেলা ১১টায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ।
এসময় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) এর পরিচালক কে এম এনায়েত হোসেন, লতিফ সিউনিসিপ্যাল সেমিনারীর সাবেক প্রধান শিক্ষক আঃ রব, জেলা জাসদের সাধারন সম্পাদক স.ম.দেলোয়ার হোসেন দিলিপ, সমাজ সেবক আবদুল ওহাব মৃধা, সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ)প্রকল্প সমন্বয়কারী সামিমা নাসরিন, এডমিন মোয়াজ্জেম হোসেনসহ শতাধিক অসহায় ও দুস্থ নারী পুরুষ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ,ডাল, আটা,তেল ,পেয়াজ,আলু,খেজুর,হলুদ,মরিচ ও লবন ।