বরিশাল: শুক্রবার (২২ এপ্রিল) সকালে নগরীর আমতলী এলাকার সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে কোতোয়ালি মডেল থানায় আটককৃতদের সোপর্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোন স্টেশন কমান্ডার লে. এম আতাহার আলী জানান, পটুয়াখালীর কালাইয়া থেকে একটি ট্রাকে ৬৫টি ড্রামে গলদা চিংড়ির সাড়ে ১৯ লাখ রেণু পোনা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিয়ে যাচ্ছিল একটি চক্র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ২৭ জন রেণু পোনা কারবারিসহ পুরো চালানটি জব্দ করতে তারা সক্ষম হয়। পরে পুরো চালানসহ আটককৃতদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল করিম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু শেষে আসামিদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।