বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অপরাধ ক্ষমা করার মতো নয়, তারা আমাদের দেশের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ, প্রশাসন, সংবাদকর্মীদের স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে এই সরকার।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন,আমরা যে সময়টি পার করছি সেটি খুব কঠিন একটি সময়। এই খারাপ সময়টি শুধু বিএনপির জন্য নয় এই দেশের জন্য দেশের মানুষের জন্য একটি খারাপ সময়।
তিনি বলেন, ঢাকা নিউ মার্কেটে ব্যবসায়ীদের সংঘর্ষ হলো, সেই সংঘর্ষে নেতৃত্ব যারা দিলেন তারা সরকার দলের লোক। অথচ অন্যায়ভাবে বিএনপির নেতার নামে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা খুন করলো তাদের কিছু বলা হচ্ছেনা, কিন্তু যেই বিএনপির নেতা অ্যাডভোকেট মকবুল কিছুই জানেন না তার নামে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। আবার আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে। এই হচ্ছে দেশের অবস্থা। এতেই বোঝা যায় দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কি।
বিএনপির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে মহাসচিব আরো বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, দলকে শক্তিশালী করে তুলবেন। যারা বিএনপির রাজনীতি করছেন নিজেদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব করবেন না। কারণ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেই আগামী দিনে এই সরকারের পতন ঘটাবো।
বিএনপির মহাসচিব আরো বলেন,আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সুখী-সুন্দর ও শান্তিপূর্ণ একটা গণতান্ত্রিক দেশ পাবো বলে। কিন্তু আজ যুদ্ধের ৫০ বছর হলেও আমরা সেই বাংলাদেশ পাইনি। আজকে আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। অর্থনীতিতে লুটপাট চলছে, লক্ষ-লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, চুরি, ডাকাতি।
ইফতার মাহফিলে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।