মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাধবপাশা ইউনিয়নের প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারণ করা হয়েছে। মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মু.বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান অলিদ, রফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন জহিরুল হক চৌধুরী, হাফেজ আলী হোসেন লাভলু, সৈয়দ আলতাফ হোসেন, হাঃ আব্দুল করীম, মনির শিকদার, ডা. আবুল ফজল, হানিফ তালুকদার, আবু তালেব, নাজমুল ইসলাম হামিম প্রমূখ।