কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন লেগেছে। এসময় আগুনে পুড়ে গেছে কয়েকশ ঘর ও দোকানপাট। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার বিকেল পাঁচটার দিকে উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুনের সূত্রপাত হয় বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বলেও জানান তিনি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। এছাড়া, গত বছরের ২২ মার্চ উখিয়ায় তিনটি রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১১ জনের প্রাণহানি ঘটে। পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর। ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা।