সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বেলা এগারোটায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও, মন্ত্রিপরিষদের সদস্যসহ দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।
তারা বলেন, তার এই মৃত্যুতে দেশের অর্থনীতি এবং রাজনীতির অঙ্গনে যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়। সেখান থেকে তার মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এরপর সাবেক এই অর্থমন্ত্রী মরদেহ দাফনের জন্য সিলেটে নেয়া হবে।
এদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার যে জানাজাটি হবার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, কোভিডের কারণে গত দুই বছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোনো জানাজা হয় নি। তাই সংসদে জানাজা হবে না বলে জানিয়েছেন তিনি।
তবে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সংসদের কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটিতে থাকায় দক্ষিণ প্লাজায় জানাজার আয়োজন করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন একসময়ের খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিত।