বলিউড ইন্ডাস্ট্রিতে ঈদের সিনেমা আর সালমান খান এই শব্দ দুটো যেন একে অপরের সঙ্গে এক সুতোয় বাঁধা। তবে এ বছর ঈদে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। এই নিয়ে ভক্তরা বেশ হতাশ।
নতুন সিনেমা মুক্তি না দিলেও ভাইজান ঈদের দিন তার ভক্তদের সারপ্রাইজ দেবেন না তা কি হয়? প্রিয় তারকার একঝলক পাওয়ার আশা নিয়ে ঈদের দিন সকাল থেকেই সালমানের বাসার সামনে ভিড় জমিয়েছিলেন কয়েকশ ভক্ত। সবার মুখেই ভাইজানের নাম, আর সবার একটই কথা- ‘সালমান একবার বাইরে আসো’। হতাশ করলেন না এই বলি তারকা। বিকেলের রোদ পড়তেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঈদের চাঁদ হয়ে ধরা দিলেন সালমান।
রয়েল ব্লু রঙের শার্ট পরে বলিউডের ‘সুলতান’এসে দাঁড়ালেন ব্যালকনিতে। সঙ্গে সঙ্গে হাজারো মানুষের উন্মাদনার পারদ চড়ল কয়েকশ গুণ। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই বারান্দার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সালমান।
সালমান খান ইদের দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসেন। বিগত কয়েক বছর করোনার জেরে এই ঐতিহ্যে ছেদ পড়েছিল, তবে এই বছর করোনার প্রকোপ খানিকটা কম থাকায় ভক্তদের আবদার ফেললেন না সালমান খান।
এই বছর সালমানের বাড়িতে কোনো ঈদের পার্টি হয়নি, পরিবর্তে সালমানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল খান পরিবারের ঈদের সেলিব্রেশনের জমজমাট আসর। বিরাটমাত্রাতেই হয়েছে এই সেলিব্রেশন, আমন্ত্রণ পৌঁছেছিল বলিউডের রথী-মহারথীদের কাছে।
কাজের ক্ষেত্রেও বেজায় ব্যস্ত সালমান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘টাইগার ৩’, এই সিনেমাতে আরও একবার ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স করবেন সালমান। অন্যদিকে সাজিদ নাদিয়াদওয়ালার ‘কাভি ইদ কাভি দিওয়ালি’র কাজও জোরকদমে সারছেন দাবাং খান।