যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষে আজিজুন নেছা (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) বিকেলে বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুত্বর অবস্থায় ওই গৃহবধূসহ তার ছেলে ও মেয়েকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা গৃহবধূকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন জানান, নিহত গৃহবধু উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।