বরিশাল ॥ বরিশাল বিভাগের সর্ববৃহৎ সেবামূলক ফেসবুক গ্রুপ *মোগ সুন্দার বরিশাল ( মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা) গ্রুপ ও গ্রুপের সেবামূলক সংগঠন সমন্বিত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প -অঙ্গিকার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নগরীর প্লানেট পার্কে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন মোঃ আসলাম।
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে গ্রুপের সদস্য, স্বেচ্ছাসেবী ও এডমিনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত উপদেষ্টা মোঃ ফেরদাউস ( সাধারণ সম্পাদক, বিডিএফএ, বরিশাল বিভাগ)।
এ সময় তিনি গ্রুপের নিয়মিত রক্তদাতাদের তার প্রতিষ্ঠান ‘কৃষকবাড়ী’র পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিশার্ট উপহার দেন।
তিনি গ্রুপের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সব সময় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পরে পর্যায়ক্রমে গীতা পাঠ, উদ্ভোদনী বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ।
উল্লেখ্য গ্রুপটি ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন রোগীকে রক্তদান, অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা , শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ ও দুর্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে। উপস্থিত সকলেই গ্রুপের সার্বিক মঙ্গল কামনা করেন।