বরিশালের বাবুগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, জাতীয় পার্টির বাবুগঞ্জ উপজেলা আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোসাঃ আসমা আক্তার, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাধবপাশা ইউনিয়ন ও কেদারপুর ইউনিয়ন অংশগ্রহন করেন।
উদ্বোধনী ম্যাচে ২/০ গোলে কেদারপুর ইউনিয়নকে হারিয়ে মাধপাশা বিজয়ী হয়।
উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ টিম নির্বাচন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে নকআউট পদ্ধতিতে মোট ৫টি খেলা অনুষ্ঠিত হবে।