সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ইনিংস শুরুর প্রথম বলেই আউট হয়ে আসরে তৃতীয় গোল্ডেন ডাকের লজ্জায় পুড়লেন বিরাট কোহলি। এদিকে দুটি ভিন্ন আইপিএল মৌসুমে কমপক্ষে ৩টি করে ডাক করা প্রথম সর্বকালের শীর্ষস্থানীয় খেলোয়াড়ের রেকর্ডও গড়লেন তিনি।
ব্যাট হাতে সময়টা যাচ্ছে না বিরাট কোহলির। নিজেকে ছন্দে ফিরে পেতে পরিবর্তন করেছেন ব্যাটিং অর্ডারেও। ওয়ান ডাউনের পরিবর্তে ওপেনিংয়ে নেমে রান পেলেও, ব্যাট করছেন আবার ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের পুরো বিপরীতে।
গুজরাট টাইটান্সের বিপক্ষে চলতি আইপিএলে প্রথমবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। তবে বল খরচ করেন ৫৩টি। পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বল মোকাবিলায় খেলেন মাত্র ৩০ রানের ইনিংস। আর তৃতীয় ম্যাচে এসে হায়দরাবাদের বিপক্ষে রোববার (৮ মে) আবার পুরেন গোল্ডেন ডাকের লজ্জায়।
এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচেও গোল্ডেন ডাক করেছিলেন কোহলি। আসরের শুরুর গোল্ডেন ডাকটা অবশ্য লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।
এদিকে এ নিয়ে ২০১৪ মৌসুমের পর ফের এক আসরে তিনবার ডাকের লজ্জায় পুরলেন কোহলি। যা তাকে দুটি ভিন্ন আইপিএলে কমপক্ষে তিনটি করে শূন্য রানের ইনিংস খেলার ক্ষেত্রে সবার শীর্ষে নিয়ে গেছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে কোহলির শূন্য রানের ইনিংসের সংখ্যা এখন বেড়ে নয়।
এর আগে ১৯৯টি ইনিংসে তিনটি গোল্ডেন ডাক করেছিলেন কোহলি। এবার মাত্র ১২টি ইনিংসেই সে লজ্জায় পা রাখলেন তিনি। চলতি আইপিএলে বিরাট কোহলি ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান সংগ্রহ করেছেন। সবমিলিয়ে আইপিএলে তার ইনিংস সংখ্যা ২১৮। যেখানে ৩৬.৫১ গড়ে তিনি করেছেন ৬৪৯৯ রান।