অবিলম্বে ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীর পণ্যের দাম কমানোর দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ মে) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ব্যানারে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদ সদস্য কাজল দাস, জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি দুলাল মল্লিক, ছাত্রফন্টের বীজন শিকদার ও লামিয়া সাইমুন সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য বলেন, আমরা পদ্মা সেতু চাই না,আমরা ভাত- মাছের অধিকার। নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে চাই৷
সরকার বার বার নিজেদেরকে ব্যবসায়ী বান্দব সরকার দাবী করে আসলে তারা বর্তমানে সাধারন মানুষের দূর্ভোকের সরকারে বসে আমাদের গাড়ের উপর জোর করে বসে আছে।
তাই বাজার মনিটরিং জোরদার করাসহ সিন্ডিকেট দৌরাত্ম্য ভাঙতে হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানান বক্তরা।
একই সময়ে এই দূর্নীতিবাজ লুঠেরা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।