আমতলীতে র্যালী, আলোচনাসভা, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নার্সরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের নাসির্ং সুপার ভাইজার আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন খন্দকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. লুনা বিনতে হক, ডা. শামিমা নাসরিন, ডা. ফরাহ বিনতে, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, সিনিয়র নার্স জান্নাতুল ফেরদৌস, নার্স বিজয়িনী মিস্ত্রী নার্স নুপু সিকদার প্রমুখ। সভা শেষে কেক কাটা, কবিতা আবৃতি ও গান পরিবেশন করা হয়।