মহামারির দুই বছরের বেশি সময় পর সৌদি আরবে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) এই ভাইরাসে রেকর্ড ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে।
টিআরটি ওয়ার্ল্ড’র প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সাথে প্রায় সাড়ে ৩ কোটি মানুষের উপসাগরীয় এই দেশটিতেও নাটকীয়ভাবে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
বুধবার দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আরও ৫ হাজার ৩৬২ জন আক্রান্ত এবং দু’জন মারা গিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার দৈনিক এই সংক্রমণ ২০২০ সালের জুনে প্রাদুর্ভাব চূড়ায় পৌঁছানোর সময়ের একদিনে ৪ হাজার ৯১৯ জনের পর সর্বোচ্চ। চলতি বছরের শুরু থেকেই সৌদি আরবে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কুয়েত এবং কাতারে এই ভাইরাসে আক্রান্তের দৈনিক রেকর্ড হয়েছে।