হলিউডের মেট গালায় নিজের আউটফিট আর এপিয়ারেন্সের জন্য ভাইরাল হয়েছেন আমেরিকান অভিনেত্রী, মডেল তারকা ব্লেক লাইভ্লি। তার রূপ, গুণ আর গ্রেসের জন্য একটা লম্বা সময় ধরেই তিনি সমাদৃত এবং সবারই পছন্দের একজন ব্যক্তিত্ব। বেছে বেছে কাজ করার কারণে খুব বেশি সংখ্যায় কাজ করে হওয়া ওঠেনি এ হলিতারকার। এদিকে নিজে একজন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী হওয়ার পাশাপাশি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন আরেক জনপ্রিয় উজ্জ্বল তারকা রায়ান রেনল্ডসের সঙ্গে।
ইতোমধ্যেই এই জুটির মেট গালায় একসাথে পোজ দেওয়া কাপল ছবি বিভিন্ন সুন্দর সুন্দর ক্যাপশনে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে। সবাই যেন তাদের মতো এমন একটি জীবনসঙ্গী চায় তাদের জীবনে। তবে এত সুখী সুন্দর সংসারে কি কখনোই কোনো দুঃখের বাদল আসেনি… এসেছে।
ব্লেক লাইভ্লি এক সাক্ষাৎকারে নিজেই সে গল্প বলেছেন। ব্লেক যখন রায়ানের সন্তানে গর্ভবতী, তখন রায়ান হঠাৎ করেই খুব অদ্ভুত আচরন করতে শুরু করেন। এমনকি ব্লেক থেকে দূরে যেতে শুরু করেন রায়ান।
এদিকে ব্লেক তার সন্তানকে নিজের কোলে নেওয়ার জন্য দিন গুনছিলেন। এ জোড়া ব্লেকের গর্ভবতী হওয়ার বিষয়টা মিডিয়া থেকে বেশ ভালোভাবেই আড়াল করে রাখছিল। তাই মিডিয়ার পক্ষ থেকে কোনো ঝামেলা হয়নি। কিন্তু তবুও কেমন যেন এক প্রকার দূরত্ব চলে এসেছিল রায়ান ব্লেকের মাঝে।
হবু মা ব্লেক একজন ভালো স্ত্রী হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন। মা হওয়া যেন স্বপ্ন ছিল ব্লেকের।
এদিকে রায়ানের সঙ্গে তার সমস্যা বাড়তে লাগল। একটা পর্যায়ে রায়ান এসব কিছুর কারণ ব্লেককে জানালো। তার অদ্ভুত আচরণের মধ্যে ছিল রায়ানের বাবা। ছোটবেলায় তার বাবা তাকে বেশ কড়াকড়ি পরিবেশে বড় করেছেন। বাবার সঙ্গে শেষ কবে কথা হয়েছে মনেই ছিল না রায়ানের। তাই তার অন্ধকার ছোটবেলার স্মৃতির কথা মনে করে বাবাকে ক্ষমা করতে পারছিলোনা রায়ান, আর সে কারণেই নিজেও বাবা হতে এক প্রকার ভয় পাচ্ছিলেন।
অতঃপর ব্লেক রায়ানকে জীবনে একজন অভিভাবকের গুরুত্ব বোঝায়। বাবা যেমনই হোক তাকে ক্ষমা করে বুকে টেনে নিতেই শান্তি-এমনটাই রায়ানকে বোঝাতে সক্ষম হয় ব্লেক। অনেক বছর পর বাবা ছেলের মিল হয়। নিজে বাবা হওয়ার আগে রায়ান একজন ভালো ছেলে হয়। তারপর তাদের ছেলে সন্তান পৃথিবীতে আসে। আর রায়ান নিজের ছেলের নাম তার বাবার নামে রাখেন। মূলত ব্লেকের কারণেই রায়ান তার মনের ভয় কাটিয়ে উঠতে পারেন। এবং তারা ছেলে মেয়ে নিয়ে আবারও একটি সুখী পরিবারের রোল মডেল বনে যান।