আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা, মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের চৌধূরী বাড়িতে জন্ম গ্রহন করেন।
এই কীর্তমানের মৃত্যতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।