বরিশাল: বরিশালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে জেলার গৌরনদী, আগৈলঝাড়া ও সদর উপজেলায় এই কার্যক্রম শুরু হয়।
২০০৭ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে এবং তাদের কেউ ভোটার না হয়ে থাকলে নির্ভুল তথ্য দিয়ে এবার ভোটার হতে পারবেন তারা।
এছাড়া মৃত ভোটারদেরও হালনাগাদ তালিকা থেকে বাদ দেয়া হবে। নতুন ভোটার হতে তথ্য দিতে পেরে খুবই খুশি নতুন প্রজন্ম। আগামীতে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার কথা বলেন তারা।
এদিকে, এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান। বরিশাল জেলায় এবার ১ লাখ ৩৭ হাজার ১শ’ ৯৯ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে নির্বাচন কমিশন।