নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ইলুমদী এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএসও) ডা. আশরাফুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ওই তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর অপরজন এখানে আসার কিছুক্ষণের মধ্যে মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
তবে অপর একটি সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- মফিজুল, জমিরুল ও নবী। তারা তিনজনেই লেগুনার চালক ছিলেন।